আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে (ভারত ,রাশিয়া ,চীন ,ব্রাজিল ,দক্ষিণ আফ্রিকা ) আগামী ২২ -২৩ অক্টোবর ,শীর্ষ সম্মেলনে রাশিয়ার কাজান শহরে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী ।বিগত ৪ মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর এইটি দ্বিতীয় রাশিয়া সফর যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল,ব্রিকস সম্মেলনের মধ্যেও আলাদা করে আলোচনা তে বসবেন পুতিন
ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।