গতকাল ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে আই এস এলের লীগের খেলা তে ওড়িশার কাছে পর্যদুস্ত হলো ইস্টবেঙ্গল ।ছয়টি খেলা তে পর পর হেরে লীগ টেবিলে সর্বনিম্ন স্থানে অবস্থান করছেন ইস্টবেঙ্গল ।প্রথম অর্ধে হিজাজীর ব্যর্থতা তে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম গোল করেন রয় কৃষ্ণ ।সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে সমতা ফেরান দিমিত্র ।তার পর ৬১ মিনিটে ওড়িশার হয়ে |গোল করেন মূর্তাদা ফল ।৭৬ মিনিটে জাহু কে ফাউল করে বেরিয়ে যান ইস্টবেঙ্গলের প্রভাত লাকড়া ,ইস্টবেঙ্গল হয়ে যায় ১০ জন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...