পূর্ব রেলের শিয়ালদাহ শাখা থেকে আসন্ন ঘূর্ণিঝড় ডানার মোকাবিলা তে শেষ ট্রেন ছাড়ার সময় শিমা এগিয়ে আনা হয়েছে ।১) লক্ষ্মীকান্ত পুর লোকাল ছাড়বে ৭টা ৩৬ মিনিট ২) ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে ৭টা ৪৫ মিনিট ৩) ক্যানিং লোকাল ছাড়বে ৭ টা ৩০ মিনিট ৪) বারুইপুর লোকাল ৮ টা ৫) বজবজ লোকাল ৮ টা , ৬) সোনারপুর লোকাল ৬ টা ৩০ মিনিট হাসনাবাদ লোকাল,৭ টা ৩০ মিনিট ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...