রতন টাটার মৃত্যুর পর প্রকাশ্যে এলো তার উইল ।তার প্রিয় সারমেয় টিটোর যাতে কোনো অযত্নই না হয় ,তার নির্দেশ দেওয়া হয়েছে ওই উইলে ।দায়িত্ব পড়েছে দীর্ঘ সময়ের রাঁধুনি রাজেন শ উপরে ।বছর কয়েক আগে ,তার পোষ্যের মৃত্যুর পরেই টিটো কে বাড়িতে এনে ছিলেন তিনি ,পুত্র স্নেহে তার দেখভাল করতেন ।পশু প্রেমী এই শিল্পপতি পথ কুকুর দের যথাযত যত্ন ও ঘরবাড়ি খুঁজে দিতে বরাবর এগিয়ে এসেছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...