ভারতের কপালে কি দ্বিতীয় টেস্টেও হার লেখা আছে

গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনের মাঠে দ্বিতীয় টেস্টে ,দিনের শেষে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে দিনের শেষে ১৯৮ রান ।মোট ৩০১ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড ।এই ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংস য়ে ব্যাট করতে হবে ভারত কে ।এই অবস্থায় জেতা তো দূরের কথা ড্র করাই অনেক কষ্টকর হবে ভারতের কাছে ।