পার্থপ্রতিম সেনগুপ্ত বন্ধন ব্যাঙ্কের দায়িত্ব নিলেন নভেম্বর থেকে

পার্থ প্রতিম সেনগুপ্ত বন্ধন ব্যাঙ্কের এম ডি কাম সিইওর দায়িত্ব নিয়েছে নভেম্বর থেকে ,এর আগে স্টেট ব্যাঙ্কের তিনি ছিলেন ডেপুটি এমডি ,পরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এমডি কাম সিইও ছিলেন ।চন্দ্রশেখর ঘোষ বন্ধন ব্যাঙ্কের কর্ণধারের পদ ছাড়ার পরে অন্তর্বতীকালীন এমডি কাম সিএই ও হয়েছিলেন রতন কুমার কেশ ,বর্তমানে তিনি এক্সেকিউটিভ পদে ফিরে গিয়েছেন ।