বিগত ৫ দশকে এই প্রথম ,নৈহাটী উপনির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে একই সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন সিপিআইএম এল এবং বামফ্রন্ট । এম এলের সাধারণ সম্পাদক সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেন ,আমাদের রাজ্য বাম আন্দোলনের নতুন মোড় আসলো এই উপনির্বাচন ঘিরে যেটা সম্পূর্ণ ঐতিহাসিক ও ইতিবাচক । সিপিএমের রাজ্য সম্পাদক তার বক্তব্য রাখতে গিয়ে বলেন সব সংকীর্ণতার উর্ধে উঠে আমরা লিবারেশনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলাম ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...