প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না

রবিবার নতুন বিচারপতি চন্দ্রচুরের অবসর গ্রহণের পরে আগামী সোমবার ১১ নভেম্বর থেকে প্রধান  বিচারপতির পদে আসীন হবেন সঞ্জীব খান্না ।এই পদে তার মেয়াদ ছিল মাসের মত । আইনজীবিদের মতে  এই ছয় মাস সঞ্জীব খান্নার কাছে অগ্নিপরীক্ষা । সুপ্রিম কোর্টে অনেক স্পর্শকাতর মামলা ঝুলে রয়েছে ,তাকে দ্রুততার সাথে সেই বিচার গুলি দিতে হবে । এই ছাড়াও কলকাতা ,দিল্লি  ও মাড্রাস্  হাইকোর্টে চার আইনজীবীকে  হাই কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য ,সুপ্রিম কোর্টের সুপারিশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার  তা মানেনি সেই ব্যবস্থা ও করতে হবে ।