গতকাল দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের মাঠে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান । তিলক ভর্মা নট আউট থাকেন ৫৬ বলে ১০৭ রান করে আর অভিষেক ২৫ বলে তোলে ৫০ রান । জবাবে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে সাত উইকেট হারিয়ে ২০৮ রান ।১১ রানে জয়ী হন ভারত ম্যান অফ দি ম্যাচ হন তিলক ভার্মা ।ভারতের হয়ে তিনটি উইকেট নেনে অর্শদ্বীপ ,আর তিনটি উইকেট নেন সি বরুন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...