তিলক বর্মা একার হাতে হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা কে

গতকাল দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের মাঠে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান । তিলক ভর্মা নট আউট থাকেন ৫৬ বলে ১০৭ রান করে আর অভিষেক ২৫ বলে তোলে ৫০ রান । জবাবে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে সাত উইকেট হারিয়ে ২০৮ রান ।১১ রানে জয়ী হন ভারত ম্যান অফ দি ম্যাচ হন তিলক ভার্মা ।ভারতের হয়ে তিনটি উইকেট নেনে অর্শদ্বীপ ,আর তিনটি উইকেট নেন সি বরুন ।