পরিবেশ আদালতের রায়ের মাথায় হাত মন্দার মণির হোটেল ব্যবসায়ীদের

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বেআইনি নির্মাণের জন্য মন্দার মনির ১৪০ টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন । তার উপরে উৎসব মরশুমে হোটেল ও লজে পুলিশের ক্রমাগত হানা পর্যটকদের উৎসাহে ভাটা পড়েছে ।এতে মাথায় হাত মন্দার মনির হোটেল মালিকদের ।শনি ও রোববার সপ্তাহান্তে এবং গুরু নানকের জয়ন্তী মিলে যে লম্বা সপ্তাহান্ত তাতে কোনো পর্যটকের ভিড় চোখে পড়েনি মন্দার মনিতে ।