আর জি কর কান্ডের কোনো প্রভাব দেখা গেলো না নৈহাটী বিধানসভা উপনির্বাচনে ।না বিজেপি ,না কংগ্রেস অথবা অতি বামেরা কেউ দাগ কাটতে পারেনি নৈহাটী ভোটার দের মনে। ভরসা রাখলেন তারা তৃণমূলের নৈহাটী পুরসভার স্বাস্থ্য বিভাগের সি আই সি সনৎ দের উপরে ।জেতার পর সনৎ বাবু বলেন “আমার প্রধান লক্ষ্য হলো নৈহাটির স্বাস্থ্য ব্যবস্থা কে ঢেলে সাজানো ।নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের খোল নলচে বদলে দেয়াই আমার প্রথম ও প্রধান লক্ষ্য, যাতে মানুষ পরিষেবা পায়” ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...