গতকাল তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা ব্যানার্জি ২০২৬ অব্দি দলের কর্তৃত্ব নিজের হাতেই রাখলেন । তিনি বৈঠকে আগে উপস্থিত নিজের শপথ বাক্য পাঠ করিয়ে বলেন ঘরের কথা যেন বাইরে না যায় ।পাশাপাশি তিনি বলেন দল বিরোধী কোনো কাজ বরদাস্ত করবেন না ।জাতীয় কর্মসমিতি তে ৫ জন কে সংযোজন করেন যথা ১) স্পিকার বিমান ব্যানার্জি ২) মানস ভূঁইয়া ৩)কল্যাণ ব্যানার্জি ৪) মালা রায় ৫) জাভেদ আহমেদ খান । অভিষেক কে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল তা তিনি খারিজ করে দিয়েছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...