নতুন রুটে ভারত রাশিয়া আমদানি রফতানি ও জাহাজ চলাচল শুরু হবে ,এতে সময় বাঁচবে প্রায় ২০ দিন
আর মাত্র ৫৬০০ মাইল পার হয়ে ভারতের সঙ্গে রাশিয়ার যোগাযোগ সম্পন্ন হবে । এই রুট টি হলো চেন্নাই -ভ্লাদিভস্তক মারিটাইম করিডোর, আগামীদিনের গেমচেঞ্জার। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল আনে ওপর দিকে ভারত থেকে রাশিয়া তে যায় ,ওষুধ -চা ,জামা কাপড়,ও নানারকম ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি । ২০৩০ শালের মধ্যে রাশিয়ার সঙ্গে বৈদেশিক বাণিজ্য ১০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ।