গতকাল জামশেদপুরের মাঠে আই এস এলের লীগের খেলা তে জামশেদপুর এফসি ৩-১ গোলে হারালো মহামেডান স্পোর্টিং কে । তার ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে উঠে এলো জামশেদপুর এবং সমসংখ্যক ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়ে ১২ তম স্থানে মহামেডান । ৫৪ মিনিটে জামশেদপুরের হয়ে গোল করছি সানন্দ ,৬১ মিনিটের মাথায় সিভেরিও toro এবং ৭৯ মিনিটে ৩-০ করেন স্টিফেন ।৮৮ মিনিটে মহামেডানের হয়ে ঈর্ষাদের হয়ে প্রতীক চৌধুরীর পায়ে লেগে গোলে ঢুকে যায় ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...