ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে ভারতে

বিএস এফের আইজি (উত্তর বঙ্গ ) বলেন যে গত অগাস্ট মাস থেকে বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরে ,সীমান্ত এলাকাতে নজরদারি বাড়ানো হয়েছে ।বাংলাদেশের ঐপারে ঠাকুরগাঁও ,দিনাজপুর ,পঞ্চগড় সীমান্ত মাঝেমধ্যে সংখ্যালঘু রা ভারতে আসার চেষ্টা করছেন ,অনুপ্রবেশের সম্ভাবনা আটকাতে বাংলাদেশের আইজি (বিজিবির ) সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।