আজ মুক্তি পেতে চলেছে বড়দিনের আবহাওয়া আটলি কুমার প্রযোজিত বরুন ধাওয়ান ,কীর্তি সুরেশ ,ও ওয়ামীকা গাব্বি অভিনীত বেবি জন ছবিটি ।গতকাল ছবির রিলিজ উপলক্ষে উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে যান বরুন ধবন সঙ্গে হাজির ছিলেন সস্ত্রীক প্রযোজক এটলি ,আর এই ছবির প্রযোজক হচ্ছেন ক্যালিস ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...