অর্থ দফতর থেকে প্রকাশিত জুলাই-সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে লেনদেনের ঘাটতি কিছুটা কমে হয়েছে ১১২০ কোটি ডলার ,যা দেশের জিডিপির ১.২%।পাশাপাশি রিসার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী এক বছর আগে এর পরিমান ১১৩০ কোটি ডলার ,তথা জিডিপির তা ছিল ১.৩%।উল্লেখ্য আগের ত্রৈমাসিকেও তা কমে গিয়েছিলো ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...