আজ দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ৬ জন কর্মি ও ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে যখন ফিরছিলো এই বিমানটি ,তখন অবতরণের সময় পিছলে গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ঘটে যায় প্রচন্ড বিস্ফোরণ ,কালো ঘন ধোঁয়া ও আগুনের শিখা তে ঢেকে যায় বিমানটি ।আহত দের উদ্ধার করতে ,দমকলের ৩২ টি ইঞ্জিন এক যোগে কাজ করে,হাড় হিম করা এই দৃশ্য এক্স হ্যান্ডলে দেখে শিউরে ওঠে নেটিজেন রা ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর ইচ্ছে সন্দেশখালিতে তৈরি হোক সন্দেশের হাব
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন মহিলা স্বনির্ভর ঘোষ্ঠীর মাধ্যমে তিনি সন্দেশখালি তে একটি সন্দেশের তৈরি হাব তৈরি করতে চান । তিনি বলেন বনগাঁর কাঁচাগোল্লা...