আজ দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ৬ জন কর্মি ও ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে যখন ফিরছিলো এই বিমানটি ,তখন অবতরণের সময় পিছলে গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ঘটে যায় প্রচন্ড বিস্ফোরণ ,কালো ঘন ধোঁয়া ও আগুনের শিখা তে ঢেকে যায় বিমানটি ।আহত দের উদ্ধার করতে ,দমকলের ৩২ টি ইঞ্জিন এক যোগে কাজ করে,হাড় হিম করা এই দৃশ্য এক্স হ্যান্ডলে দেখে শিউরে ওঠে নেটিজেন রা ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...