রবিবার সৌদি আরবের জেড্ডা তে গতকাল সুপার কাপে ৫-২ গোলে রিয়্যাল মাদ্রিদ কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা । খেলার শুরু থেকেই ইয়ামাল ও লেওনডেস্কিরা আক্রমণের ঝড় তোলে এবং ১০ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের হয়ে এম্ব্যাপে ।১৭ মিনিটের মাথায় য়ামাল ১-১ করেন এবং ৩৪ মিনিটের মাথায় ২-১ করে লিওনডেস্কই স্বয়ং,৩৬ মিনিটে মাথায় পেনাল্টি থেকে আবার গোল করেন লেওঅন ডেস্কি । ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন লেণ্ডকী স্বয়ং ,প্রথম অর্ধের এক্সট্রা টাইমে দুটি গোল হয় ,প্রথমটি করে রাফিনহা ও দ্বিতীয় টি করেন য়ামাল স্বয়ং । দ্বিতীয় অর্ধে ৫-১ রুডিগার ,এর পরে আরেকটি গোল পরিশোধ করেন রিয়্যাল ব্যবধান কমান রোড্রিগো ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...