
বিয়ের পর কোর্টে ফিরে জয়ের মুখ দেখলো অলিম্পিক্স য়ে জোড়া পদক জয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু ।
গতকাল ইন্ডিয়া ওপেন স্টেট গেমসে তিনি হারান চীনা তাইপেই এর খেলোয়াড় ২১-১৪,২২-২০ ফলাফলে । এই ছাড়াও পুরুষ দের ডাবলসে,সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি জয় পেয়েছে ।