রিসার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে মাইকেল দেবব্রত পাত্রের বর্ধিত কাজের মেয়াদ শেষ হয়েছে । তার হাতে থাকা ঋণ নীতি দফতর অপর ডেপুটি গভর্ণর এম রাজেশ্বর রাওয়ের হাতে তুলে দিলো শীর্ষ ব্যাঙ্ক ।এই ছাড়াও শীর্ষ ব্যাঙ্ক রাওয়ের হাতে তুলে দিলো আর্থিক এবং নীতি সংক্রান্ত গবেষণা ও পরিসংখ্যান ও তথ্য দফতরের ভাগ ।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...