গতকাল বিচার ভবনে ,সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক শর্তাধীন জামিন দিলেন জেল বন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে,উল্লেখ্য খাদ্য দুর্নীতি মামলা তে তিনি ১৫ মাস জেলে ছিলেন ।জামিনের স্বর্তঃগুলি হলো ৫০ লক্ষ্য টাকা ব্যক্তিগত বন্ড,৫০ হাজার টাকার জামিনের বন্ড ।তিন -পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। চার: বিদেশ যাত্রা তে কোর্টের অনুমতি নিতে হবে ,তার পর প্রতি শুনানি তে কোর্টের হাজিরা দিতে হবে ও তদন্ত সহযোগিতা করতে হবে ,মোবাইল দিন রাত খোলা রাখতেহবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...