গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত দলে জায়গায় পাওয়ার জন্য, বোলিং কোচ মর্নি মর্কেলের তথ্যাবধানে বা পায়ে স্ট্র্যাপ লাগিয়ে মাঝ মাঠের পিচে এক লাগাতার বোলিং অনুশীলন করেন মোহাম্মদ সামী ।গুড লেংথ য়ে মার্কার রেখে প্রায় টানা বল করান তিনি সামিকে ,এবং তার বড় অস্ত্র স্যুইং কে ফিরিয়ে আন্তে বার বার কব্জি সোজা করার পরামর্শ দেন ।নেটে তিনি বার বার পরাস্ত করেন সঞ্জু স্যামসাং ,তিলক ভার্মা এবং রিংকু সিংহ কে । তার মুখে সন্তুষ্টি থেকে বোঝা যাচ্ছিলো তিনি ছন্দ ফিরে পাচ্ছেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...