আই এস এলে লীগের খেলা তে মোহনবাগান ১-০ গোলে হারালো বেঙ্গালুরু এফসি কে ।তার ফলে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট অর্জন করে মোহনবাগান টানা দ্বিতীয় বার লীগ শীল্ড জয়ের পথে এগিয়ে গেলো ,গত দুটি ম্যাচে ড্র করে চাপে ছিল মোহনবাগান ।সুনীল ছেত্রী কে আটকানোর জন্য অপুইয়ার থেকে ও টাংরি কে শুরু থেকে খেললেন বেঙ্গালুরু কোচ,কিন্ত তা কাজে আসেনি । প্রথম অর্ধের সংযুক্ত সময়ে বিশাল কাইথ বাধ্য করেন সুনীল কে বাইরে মারতে । খেলার ৭৪ মিনিটের মাথায় ডান পায়ের ভলি তে গোল করে লিস্টন মোহনবাগন কে যেতে জেতায় ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...