চ্যাম্পিয়ন্স ট্রফি তে আজকে করাচির মাঠে মুখমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান

আজ করাচির মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ।পাকিস্তানের তরফে জানানো হয়েছে যে শত বিতর্ক থাকলেও বাবার আজম ওপেনার হিসাবে নামবে ।দলের স্বার্থে বাবার ও ফকার জামান ওপেন করাবে অধিনায়ক রিজওয়ান ।অধিনায়ক রিজওয়ান মনে করে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে পাকিস্তান বেরিয়ে আসতে পারে ।অন্যদিকে নিউজিল্যান্ড চোটে বিপর্যস্থ ,লাকি ফার্গুসন নেই ,তার জায়গায় তে আসছে জেমিসন ।