চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা পর্ষদের চেয়ারম্যান মুখ্যসচিব মনজ পন্থ ,শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ প্রশাসনের কর্তা ও চা সংগঠনের প্রতিনিধিরা ।সূত্রের দাবি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চা শিল্পের জন্য দুটি পরীক্ষাগাঢ় গড়া হবে ,এবং সেই খানে খতিয়ে কোন চায়ের গুণমান কি ?
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...