কলকাতা এবং হাওড়ার বস্তিতে বহুতল তৈরির মান্যতা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গত  বৃহস্পতিবার রাজ্যের  মন্ত্রি সভার  বৈঠকে  স্থির  হয় যে কলকাতা  ও হাওড়ার  বস্তিতে  শহরের  ঠিকা  প্রজা রা  তাদের জমিতে ৫ তলা  আবাসন বানাতে পারবেন ,তবে  শর্ত  একটাই  কোনো  প্রোমোটারের সাহায্য নিয়ে তারা এটি করতে  পারবেন না । উল্লেখ্য এর  আগে  ওই  বস্তিগুলিতে পুর  বিধি  বলবৎ  হত না  ফলে একটি  নির্দিষ্ট  উচ্চতার বেশি  তৈরী করা যেত না ।