আবু ধাবির মাঠিতে ২টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা

আজ আবু-ধাবির মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ ।বর্তমানে ভারত বাংলাদেশের যা সম্পর্ক তাতে এই খেলা অনেকটা যুদ্ধের পর্যায়ে পৌঁছে যাবে ।বিশেষগড়া বলছেন ,আজকে তিনটি সম্মুখ সমর দেখা যেতে পারে ১) রোহিত শর্মা বনাম নাহিদ রানা ২)শুভমান গিল বনাম তাসকিন আহমেদ ৩)বিরাট কোহলি বনাম মুস্তাফিজুর রহমান ।