গতকাল আবুধাবির মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ৫০ ওভারের লীগের খেলা তে টসে জিতে ভারত বাংলাদেশ কে ব্যাট করতে পাঠায় ।৪৯.৪ ওভারে বাংলাদেশ তোলেন ২২৮ রান ।তাদের হয়ে হৃদয় ১১৮ বলে ১০০ রান করেন ,সামি ৫৩ রান দিয়ে ৫ টি উইকেট নেন । জবাবে ভারত ৪৬.৩ ওভারে ২৩১ রান তোলে ও ৬ উইকেটে জয়ী হয় ।ম্যাচের সেরা হন গিল ,তিনি ১০১ রান করে নট আউট থাকেন ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...