নির্মলা সীতারামান ঝটিকা সফরে কলকাতা আসছেন আগামী ২৫ সে ফেব্রুয়ারী

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman meeting with the Managing Director of IMF News, Ms. Kristalina Georgieva, in New Delhi on September 07, 2022.

বাজেট পরিবর্ত আগামী ২৫ সে ফেব্রুয়ারী কলকাতা আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ,সঙ্গে আসছেন অর্থ-প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ছাড়া এক ঝাঁক অর্থমন্ত্রকের শীর্ষ কর্তারা ।সূত্রের খবর এক দিনের এই সফরে শিল্প-মহলের কর্তাদের সাথে বৈঠক,করবেন নির্মলা ।আলোচনা তে বসার কথা পূর্বাঞ্চলের জিএসটি -এবং আয়কর দফতর -সহ অর্থমন্ত্রকের অন্যান্য অধিকর্তাদের সাথেও ,আয়কর বিল নিয়েও আলোচনা করবেন ।