গতকাল নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আই এস লীগের খেলা তে ইস্টবেঙ্গল পাঞ্জাব কে হারালো ৩-১ গোলে । ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ,ইস্টবেঙ্গল উঠে এলো নবম স্থানে ।প্রথম অর্ধে প্রথম গোল টি করেন দিমিত্রিওস ১৫ মিনিটের মাথায় ।৪৭ মিনিটের মাথায় ভলি তে গোল করেন মহেশ সিংহ আর ৪৭ মিনিটে চুন্নুঙ্গার জোরালো শটে ইস্টবেঙ্গল এগিয়ে যায় । পাঞ্জাব পক্ষে ৬২ মিনিটে ভিদাল এক মাত্র গোল টি করেন । মেসি বাওলির শট টি ৭০ মিনিটে জ্বালে জড়ালে ও দিমিত্রিওসির ফাউলে বাতিল হয় ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...