
সদ্য ভারতের সব ফরম্যাট থেকে রিটায়ার করা অফস্পিনার আপ্লুত নিজের পুরোনো ফ্রাঞ্চাইজি সিএস কে
তে ধোনির সাথে খেলতে পেরে । অশ্বিন জানিয়েছিলেন ১০০ তম টেস্টে ধোনি কে আমন্ত্রণ জানিয়ে ছিলাম তার হাত থেকে স্মারক নেওয়ার ইচ্ছে ছিল ,কিন্তু তা আর হয়ে ওঠেনি কিন্তু ধোনি আমাকে আইপি এলে ফিরিয়ে এনে অনেক বড় চমক দিলো ,ওকে ধন্যবাদ জানাতে চাই ।