ফুটবল সূত্রের খবর সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী আই এস এল মরশুমে কোচ আন্তোনিও লোপেজ হাবাস কে কোচ হিসাবে দেখা যাবে তবে মোহনবাগান নয় কেরল ব্লাস্টার্স য়ের হয়ে ।এই বছর আই লীগের দল ইন্টার কাশি তে যোগ দেন হাবাস ।১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট অর্জন করে তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ।কেরালার কর্তারা নিঃশব্দে তার সঙ্গে যোগাযোগ করে চুক্তির প্রস্তাব দিয়েছেন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...