আগামী শনিবার আইপি এলের উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স ।পাশাপাশি আলীপুর আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী কয়েক দিন কালবৈশাখীর পূর্বাভাষ রয়েছে রাজ্য জুড়ে ,কলকাতা তার ব্যাতিক্রম নয় । হাওয়া দফতর জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে । শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ ইডেনে কেকেআরের ম্যাচ ,ঝড় বৃষ্টির জন্য খেলা ভেস্তেও যেতে পারে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...