রিয়ান পরাগ সঞ্জু স্যামসাংয়ের বদলে প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক হবে রাজস্থান রয়্যালস য়ের

রাজস্থান রয়্যালস তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী আইপি এলে তাদের অধিনায়ক হচ্ছেন সঞ্জ স্যামসাং । ইংল্যান্ডের ঘরের মাঠে সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সঞ্জু ,চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ত্রোপচার করেন তিনি ,এবং রিহ্যাবেও যোগ দিয়েছেন ।ছোট সরিয়ে রিহ্যাবে যোগ দিয়েছেন তিনি সঙ্গে প্রস্তুতি শিবিরেও ,উইকেট কিপিং ও ফিল্ডিং য়ে ঝুঁকি নিতে চায়নি রাজস্থান রয়্যালস তাই প্রথম তিনটি ম্যাচে সঞ্জু থাকলেও ।