এম আর প্রপার্টিজ ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে

সূত্রের খবর এম আর ইন্ডিয়া লিমিটেড কে অধিগ্রহণ করবে আদানি ঘোষ্ঠী, আদানি ঘোষ্ঠীর তরফে জানানো হয়েছে যে এই বিষয়ে তাদের ১৩ হাজার কোটি টাকা খরচ হবে । দুবাইয়ে এম আর প্রপার্টিজ ২০০৫ সালে ভারতে ব্যবসা করতে আসে । বর্তমানে ভারত থেকে তারা ব্যবসা গোটাতে চাইছে ।