সব নিয়ম ভেঙে আইপি এলের উদ্বোধন ম্যাচ টি কি বৃষ্টির জন্য ভেস্তে যাবে ?

আই পি এলের ইতিহাসে কখনো উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি ।তবে বর্তমানে কলকাতার আকাশ মেঘলা ও বৃষ্টি পড়ছে । গতকাল দুই দলের অনুশীলন ম্যাচ ও বৃষ্টির কারণে বন্ধ ছিল । ২০০৮ সল্ থেকে শুরু হয়েছে আইপি এল । নিয়ম বৃষ্টি বিগ্নিত হলে ওভার কম করে ম্যাচ শুরু হয় তবে কম পক্ষে ৫ ওভার করতেই হবে এবং ১২:০৬ মধ্যে খেলা শেষ করতে হবে । সেই নিয়ম অনুযায়ী ১০:৫৬ মিনিটে খেলা শুরু হবে ,আর তা না হলে দুই দল কে ১ টা করে পয়েন্ট ভাগ করে দিতে হবে ।