উৎপাদন শিল্প এগোচ্ছে কিন্তু শুল্ক যুদ্ধের আশঙ্কা সহ নানা কারণে ধাক্কা খেয়েছে পরিষেবা ক্ষেত্র। মার্চে দেশের সামগ্রিক আর্থিক কর্মকাণ্ড ফেব্রুয়ারির থেকে সামান্য এগোলেও ঝিমিয়ে রয়েছে ।মার্চে এই এস বিসির ইন্ডিয়া কম্পোসাইট পার্চেসিং ম্যানেজার ইনডেক্স হয়েছে ৫৮.৬ ,গতমাসে যা ছিল ৫৮.৮।বিদেশের বরাত কমে যাওয়া তে পরিষেবা ক্ষেত্রে ৫৯ থেকে নেমে ৫৭.৭ এসেছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...