সিবিডি টির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী ২৯ -৩১ মার্চ সারা দেশে আয়কর বিভাগের সব অফিস খোলা থাকবে ।অর্থ বর্ষের শেষ পর্যায়ে করদাতা দের পরিষেবা দিতে এই সিদ্ধান্ত ।পাশাপাশি আর বি আই সব ব্যাঙ্ক গুলিকে ৩১ সে মার্চ খোলা রাখার নির্দেশ দিয়েছে ।