গতকাল গুজরাট টাইটান্স এবং হায়দ্রাবাদের মধ্যে আইপি এলের লীগের খেলাতে , গুজরাট জয়ী হলো ৭ উইকেটে । ১৭ রানে ৪ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ ম্যান অফ দি ম্যাচ হন ।প্রথমে ব্যাট করে সানরাইজার্স তোলে ৮ উইকেটে ১৫২।সিরাজ নেয় ১৭ রানে ৪ উইকেট । জবাবে গুজরাট ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৫৩ রান করে ।গিল নট আউট থাকেন ৪৩ বলে ৬১ রান করে ।