আই পি এলে ক্রমাগত জিতেই চলেছে আরসিবি

গতকাল মুম্বাইয়ের মাঠে আইপি এলের লীগের খেলা তে প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ৫ উইকেটে ২২১ রান ।কোহলি ৬৭ রান করে এবং পাতিদার ৬৪ রান করেন এবং ম্যাচের সেরা হন ।ওপর দিকে মুম্বাই ইন্ডিয়ান নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ২০৯ রান করেন ।তাদের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা এবং আর সিবি জয়ী হয় ১২ রানে ।