আপ যুক্ত নতুন আঁধার চালু হলো

On: Wednesday, April 9, 2025 12:20 PM

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ,কিআর কোড যুক্ত আঁধার আপ চালু করলেন ।মঙ্গলবার তিনি জানান , আঁধার পরীক্ষার পাশাপাশি ফেস আইডি যাচাইয়ের ও ব্যবস্থা রয়েছে এই আপে ।প্রযুক্তি টি কাজ করবে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের মত ।