মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা

সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষাতে তিনি আক্রমণ বানান ।অভিযোগ করেন রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে ।তিনি বলেন মুর্শিদাবাদ ইস্যু তে তিনি মমতার খেলা ধরে ফেলেছেন ।