টিভিতে ঈস্টারে যুদ্ধবিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ।গত শনিবার থেকে এই বিরতি
শুরু হয়েছে চলবে আজ রবিবার মধ্যেরাত অব্দি । এক টিভি বার্তা তে তিনি এই কথা বলেন,আমরা তো ইস্টার মৈত্রী ঘোষণা করলাম আশা করি ইউক্রেন ও এই পদক্ষেপ ঘোষণা করবে ।তবে কোনো মতে এই মৈত্রেয়ী ভঙ্গ হয় রুশ বাহিনী পাল্টা হামলার জন্য প্রস্তুত ।