বকেয়া ঋণ মেটাতে ব্যর্থ হলো এমটি এন এল

নির্দিষ্ট সময়ের মধ্যে ৭ টি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক থেকে ৮৩৪৬ কোটি টাকা বকেয়া ঋণ নিয়েছিল এমটিএন এল ,কিন্তু
সময়ের মধ্যে সেটি মেটাতে ব্যর্থ হলো সংস্থাটি । তার মধ্যে ইউনিয়িন ব্যাঙ্কের পাওনা হলো ৩৬৩৩.৪২ কোটি টাকা । ঋণের ভারে জর্জরিত রাষ্ট্রায়াত্ব সংস্থাটির উপরে ঋণ খেলাপির চাপ বাড়লো । সংস্থাটির তরফে জানানো হলো ৩১ সে মার্চ অব্দি তাদের ঋণের পরিমান এসে দাঁড়িয়েছে ৩৩,৫৬৮ কোটি টাকা ।