পহেল গাঁও কান্ডের পরে এক সকালে উধামপুরের বসন্তগড় সেনাবাহিনী স্পেশাল ফোর্স এবং জম্মু কাশ্মীর
পুলিশের সাথে গুলির লড়াই হয় অনুপ্রবেশকারী জঙ্গিদের ।জানা যাচ্ছে ওই এলাকাতে কতজন জঙ্গি আছে অথবা আদো আছে কিনা সেই নিয়ে ,জোরদার অভিযান শুরু করেছে সেনা বাহিনী । ওই লড়াই তে সেনাবাহিনীর একজন জওয়ান নিহত হন এবং দুই জন আহত হন ,লাগাতার লড়াই চলছে ।