
গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি কে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো আরসিবি ।
লীগ টেবিলে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো তারা ।প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ৮ উইকেটে ১৬২ রান । করুনাল পন্ডিয়া ২৮ রানে ১ উইকেট , এবং ৪৭ বলে ৭৩ নট আউট থেকে ম্যান ওফ দি ম্যাচ হন ।জবাবে আর সিবি ১৮.৩ ওভারে ১৬৫ রান তোলেন।বিরাট কোহলি ৪৭ বলে ৫১ রান ।