আরসিবি দিল্লি কে হারিয়ে ১৪ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থান দখল করলো

PM with Virat Kohli and Rohit Sharma during the India vs Australia 4th Test match at Narendra Modi Stadium at Ahemdabad, in Gujarat on March 09, 2023.

গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি কে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো আরসিবি ।
লীগ টেবিলে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো তারা ।প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ৮ উইকেটে ১৬২ রান । করুনাল পন্ডিয়া ২৮ রানে ১ উইকেট , এবং ৪৭ বলে ৭৩ নট আউট থেকে ম্যান ওফ দি ম্যাচ হন ।জবাবে আর সিবি ১৮.৩ ওভারে ১৬৫ রান তোলেন।বিরাট কোহলি ৪৭ বলে ৫১ রান ।