রাজস্থান গুজরাট কে হারালো বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ের উপর নির্ভর করে

গতকাল রাজস্থান বনাম গুজরাট টাইটান্স য়ের খেলা তে বৈভব অরোরার ব্যাটিং সকল কে মুগ্ধ করে । তিনি
৩৮ বলে ১০১ রান করেন আর ৩৫ বলে শতরান করেন । প্রথমে ব্যাট করে গুজরাট করে ৪ উইকেটে ২০৯ রান। শুভমান করে ৫০ বলে ৮৪ রান , এর পরে ব্যাট করতে নেমে রাজস্থান করে ১৫.৫ ওভারে ২ উইকেটে ২১২ রান । যশস্বী ৭০ নট আউট এবং রিয়ান ৩২ নট আউট থাকে ।বৈভবের আগমন ভারতীয় ক্রিকেট মহলে সারা ফেলে দিয়েছেন ।