লাজং কে হারিয়ে আইলীগ শেষ করলো মোহনবাগান

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  পাহাড়ে  মোহনবাগান  আইলিগে  হারালো লাজং এফসি কে  ৩-২ গোলে । তার সাথে সাথে মোহনবাগান আইলীগ শেষ করলো পঞ্চম স্থানে থেকে । খেলার শুরুতেই  পেনাল্টি থেকে মোহনবাগান কে এগিয়ে দিয়েছিলেন দিপান্ডা  ডিকা ,কিন্তু তার কিছু পরেই অরিজিৎ  বাগুইয়ের ভুলে গোল  শোধ  করেন লাজংয়ের  বুয়াং  এবং তার কিছুক্ষন পরে লাজং কে ২-১ গোলে  এগিয়ে দেন ,পিছিয়ে পড়া  মোহনবাগান কে সমতায় ফেরান সনি  নর্ডি । খেলার ৮৮ মিনিটে ডিকার  শট  লাজং য়ের  গোল  কিপারের  হাত থেকে ছিটকে গেলে  জয়সূচক  গোল  করেন ব্রিট ।