আসন্ন লোকসভার প্রার্থী নিয়ে অগ্রিম চাল চাললো বামেরা

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  বামফ্রন্টের চেয়ারম্যান  সিপিএম নেতা বিমান বসু  এক সাংবাদিক সম্মেলন করে আসন্ন লোকসভা  নির্বাচনে  ,রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে গতবারের  দুই জেতা  প্রার্থী  সাংসদ  মোহাম্মদ  সেলিম এবং বদরুদোজ্জা খানের নাম ঘোষণা  করলো । আর  তারা  কংগ্রেসের  সঙ্গে  আসন সমঝোতা  করতে চায় । তবে প্রদেশ কংগ্রেসের দাবি বামেদের  এই সিদ্ধান্ত এআইসিসি র  উপর নির্ভর করছে ।